জামালপুরের সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে বিভিন্ন কৌশলে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে মো. জিহান (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। এসবের প্রতিবাদ করায় ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই বখাটে যুবক মো. জিহান উপজেলার বাঁশচড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকার বাসিন্দা। এলাকায় তাকে সবাই বখাটে হিসেবেই চিনেন। আহত নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। বিয়ের এক বছর পর ওই নারীর স্বামী বিদেশ চলে যান। তার এক বছর পর থেকে বখাটে জিহান ওই নারীকে নানাভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে জিহানের সঙ্গে ওই নারী সম্পর্ক হয়। পরে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সৃষ্টি হয়। ওই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ ও কথাবার্তা রেকর্ড করে রাখেন। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে থাকে। প্রায় একবছর আগে ওই যুবক ভিডিও এবং ছবির ভয় দেখিয়ে ওই নারীর শ্বশুর বাড়িতে যান। বিষয়টি তার শ্বশুর বাড়ির লোকজন টের পান। পরে তাকে তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পরে গতকাল রোববার (২২ডিসেম্বর) রাত নয়টার দিকে ওই যুবক ওই নারীর বাড়িতে যান। তখন ওই নারী একটি ঘরে শুয়ে ছিল। ঘরে ঢুকে ওই নারীর সঙ্গে জিহান আবারও শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। তখন ওই নারী বাঁধা দেন। একপর্যায়ে ওই নারীকে বাড়ির পেছনের এক ক্ষেতে নেওয়া হয়। সেখানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বাঁধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে ওই নারীকে কুপানো হয়। এ সময় ওই নারী চিৎকারে অন্যান্য স্বজনরা ছুঁটে যান। এ সময় ওই যুবক পালিয়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সরকারি মৎস্য খামার থেকে অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১সরকারি মৎস্য খামার থেকে অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১
এই বিষয়ে কথা বলতে মো.জিহানের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনো কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’