মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আবারও সরব হলেন বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এই ইস্যুতে আক্রমণাত্মক মন্তব্য করেছেন তিনি। এছাড়াও তসলিমার ভাষায়, মানুষ হিসেবে পরীমনির মতো মহান কেউ নয়।
ফেসবুক পোস্টে তসলিমা লিখেছেন, ‘বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, যাকে দেশসুদ্ধ লোক মিথ্যে অপবাদ দিয়ে, বেশ্যা বলে গালি দিয়ে, পায়ের তলায় পিষছে তার সুনাম, তাকে শারীরিক-মানসিক নির্যাতন করে যৌনানন্দ পাচ্ছে — সে এক অনন্য নারী, হৃদয়ে তার অপার স্নেহ ভালোবাসা মায়া মমতা।’
নির্বাসিত এই লেখিকা লিখেছেন, ‘পরীমণি তার জন্মদিন পালন করে সুবিধে-বঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটে, তাদের খাইয়ে, উপহার দিয়ে। যে লোকগুলো বদনাম গাইছে তার, তাদের কারও হৃদয় তার হৃদয়ের মতো বড় নয়। মানুষ হিসেবে কেউ তার মতো মহান নয়।’
এর আগেও পরীমনির পক্ষে একাধিকবার সরব হয়েছেন তসলিমা নাসরিন। তার গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া ঘরে মদ রাখাসহ তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো কোনোটিই অন্যায় নয় বলেও মত তসলিমার।
তসলিমা নাসরিন উদ্বেগ প্রকাশ করেছেন পরীমনির গ্রেপ্তার নিয়ে। প্রশ্ন করেছেন, ‘পুলিশি রিমান্ডে তাকে ধর্ষণ করা হচ্ছে না তো?’
নায়িকা পরীমনিকে গ্রেপ্তারের পর দুই দফা রিমান্ড শেষে শুক্রবার কারাগারে পাঠিয়েছে আদালত।