কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী নতুন হাঁটি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দুই সহোদর শিশু একই গ্রামের রতন মিয়ার ছেলে মাহিম (৭) ও রিয়াদ (৫)।
জানা গেছে, এ দুই শিশু বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী ও জয়কা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।