অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কারাগার থেকে আদালতে তোলা হয় পাপিয়া ও তার স্বামী সুমনকে। মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে পাপিয়া দম্পতির সাক্ষ্যগ্রহণ হয়। ৩১ আগস্ট থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আগামীকাল তাদের আবারো সাক্ষ্যগ্রহণ করা হবে। প্রথমদিনে মামলার জব্দ তালিকার কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেন।
অবৈধ অস্ত্র উদ্ধারের মামলায় তাদের দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গত ২৯শে জুন এ মামলায় র্যাব আদালতে চার্জশিট জমা দেয়। মামলার অভিযোগপত্রে ১২ জনকে সাক্ষী করা হয়েছে।
গত ২২শে ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব।