পাবনা ৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস। রোববার (৩০ আগস্ট) বিকেলে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনীত করা হয়।
দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল চারটায় শুরু হওয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল ফারুক খান, উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
সাবেক ভূমিমন্ত্রী শামসুজ্জামান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য হওয়া এ আসনটিতে প্রার্থী হতে ডিলু পরিবারের আট সদস্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
ডিলু পরিবারের বাইরে গিয়ে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ।