ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রার্থীরা হলেন- ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস (আওয়ামী লীগ), পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব (বিএনপি) এবং রেজাউল করিম (জাতীয় পার্টি)।
ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। কিন্তু তিনজনের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তিন প্রার্থীর প্রতীক বুধবার পাবনা জেলা নির্বাচন অফিস থেকে বরাদ্দ দেয়া হয়েছে । নুরুজ্জামান বিশ্বাস (নৌকা), হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) এবং রেজাউল করিম (লাঙল) প্রতিক নিয়ে লড়বেন।
তিনি আরও জানান, এর আগে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রবিউল আলম বুদু সরদারের পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছিল। কিন্তু তিনি দলীয় মনোনয়ন না পাওয়ায় মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেননি।
গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুর পর পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৬ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।