বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক সাফায়েত মাহবুব ফারাইজি হত্যার অভিযোগে সহকারী পুলিশ কমিশনার এবং এসআইসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন নিহত সাফায়েতের মা। নিহতের মা শামিমুন নাহার গণমাধ্যমকে বলেন, আমার ছেলেকে পুলিশ সদস্যরা যোগসাজশে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ৪৫ দিন হয়ে গেলেও থানায় কোনও অভিযোগ নেয়নি।
তাই আমেরিকান এম্বাসির পরামর্শে এ হত্যাকাণ্ডের অভিযোগ এনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ বুধবার বাড্ডার সহকারী পুলিশ কমিশনার তয়াছের জাহান এবং এসআই মশিউরসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করেছি। মামলার বিষয়ে আদালতে এখন শুনানি চলছে। মামলার আইনজীবী হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সারোয়ার হোসেন।