ads
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

পুলিশে করোনা আক্রান্ত ১০ হাজার ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ১৮ বার পঠিত

পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গতকাল রোববার পর্যন্ত সংক্রমিত হয়েছে ১০ হাজার ১৬০ জন। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য দুই হাজার ২৪৮ জন। কোয়ারেন্টাইনে রয়েছেন ১০ হাজার ৩০০ পুলিশ সদস্য। আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ২২৪ জন। করোনা আক্রান্ত পুলিশের অর্ধেকের বেশি এরই মধ্যে সুস্থ হয়েছেন। গতকাল পর্যন্ত ৬ হাজার ৪৫ জন পুলিশ সদস্য করোনাকে জয় করেন। পুলিশের দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি হলেন কনস্টেবল মো. আতিয়ার রহমান। এ নিয়ে পুলিশের ৪০ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার পুলিশ সদর দপ্তর জানায়, কনস্টেবল আতিয়ার মানিকগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে মৃত্যু হয় তার। কনস্টেবল আতিয়ার ১৯৮৪ সালের ২৬ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় আতিয়ারের মরদেহ তার গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬
  • ১২:১৬
  • ১৬:১৯
  • ১৮:০০
  • ১৯:১৪
  • ৬:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102