রাজধানীর মিরপুর পল্লবী থানায় পুলিশ হেফাজতে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনিকে পিটিয়ে হত্যা মামলার রায় আজ। এই মামলা প্রধান আসামি তৎকালীন এসআই জাহিদুরসহ পাঁচজন।
২০১৪ সালের ৮ই ফেব্রুয়ারি রাতে রাজধানীর মিরপুরের ইরানী ক্যাম্প এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমনের সঙ্গে কথা কাটাকাটি হয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের গাড়ি চালক জনির। সেই রাতেই তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদসহ কয়েকজন পুলিশ সদস্য জনিকে থানা হেফাজতে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
ওই ঘটনায় ২০১৪ সালের ৭ই আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও পুলিশ হেফাজতে মৃত্যু আইনে পল্লবী থানার ওসি জিয়াউর রহমানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন নিহত জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি।
২০১৬ সালের ১৭ই এপ্রিল পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাশেদ, এএসআই কামরুজ্জামান মিন্টু, সোর্স সুমন ও রাশেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।