ads
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেঁয়াজের দাম কিছুটা কমেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কমেছে, তবে দেশজুড়ে বাজারে ক্রেতা কম।
রাজধানীতে পেঁয়াজের দাম কমতির দিকে। কারওয়ানবাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে এক থেকে দুই টাকা। দেশি এবং দেশি হাইব্রিড পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৮৬ এবং দেশি হাইব্রিড ৭৮ থেকে ৮০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। তবে বাজারে ক্রেতা কম।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। খুচরা বাজার গুলোতেও দেখা গেছে একই চিত্র। বিক্রেতারা বলছেন, বাজারে ক্রেতা কিছুটা কম।

রাজবাড়ীতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। মানভেদে প্রতি মণ পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৩ হাজার ২শ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের বাজার স্থিতিশীল। হাটে পাইকারদের আনাগোনা থাকলেও তা অন্যান্য সময়ের চেয়ে কিছুটা কম।

পাবনায় পেঁয়াজের দাম প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকা দরে। পর্যাপ্ত মজুদ থাকলেও পাইকারি ও খুচরা ক্রেতার সংখ্যা কম।

এছাড়া যশোরেও পেঁয়াজের বাজার স্থিতিশীল। পাইকারিতে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৮ থেকে ৮০ টাকা দরে।

গেল সোমবার হঠাৎ করেই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর থেকেই পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এ বছর দেশে মোট উৎপাদিত পেঁয়াজের পরিমাণ ১৯ লাখ ১১ হাজার মেট্রিক টন। অথচ চাহিদা রয়েছে ২৪ থেকে ২৫ লাখ মেট্রিক টন। বাকি ৬ লাখ টন ঘাটতি মেটাতে ভারত থেকেই আমদানি করতে হয় পেঁয়াজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102