বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, হঠাৎ করেই ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেনা বাংলাদেশ। তবে গতবারের মত সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।
তিনি আরও বলেন,’তারা যে এভাবে হঠাৎ করে এক্সপোর্ট বন্ধ করে দেবে এটার কোন যুক্তি বা কারণ আমরা খুঁজে পাচ্ছি না। সখানে এমন কিছু দাম এখন বাড়েনি। তবে কয়েকদিন ধরে বলা হচ্ছিল বৃষ্টি জনিত কারণে সমস্যা হয়েছে এবং যেটুকু বেড়েছে সেটা সাময়িক। আজ (সোমবার) বিকালে খবর পেলাম তারা বন্ধ করে দিয়েছে। তারা আমাদেরকে কিচ্ছু জানায়নি।’