করোনার দ্বিতীয় ধাক্কায় বাংলাদেশি পোশাকের পশ্চিমা ক্রেতাদের দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার সন্ধ্যায় প্রাইভেট সেক্টর নিয়ে কমনওয়েলথ আয়োজিত এক ওয়েবিনারে এ অনুরোধ জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রায় ৫০ লাখ মানুষ প্রত্যক্ষভাবে তৈরি পোশাকখাতের সঙ্গে যুক্ত। তাদের ওপর নির্ভরশীল পরিবারসহ প্রায় আড়াই কোটি মানুষের জীবিকা আসে এ খাত থেকে। এজন্য ক্রেতা ব্র্যান্ডগুলোকে সহায়তা করতে প্রয়োজনে তাদের নিজ নিজ দেশকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
ওয়েবিনারে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। এ সময় সঙ্কট থেকে উত্তরণে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশগুলোর বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন আলোচকরা।