পৌরসভা নির্বাচনে অধিকাংশ এলাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীর কর্মী-সমর্থকরা কেন্দ্র দখল করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রাজধানীল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন,’সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভার নির্বাচন আজ সকাল থেকে শুরু হওয়ার পর থেকেই আওয়ামী সন্ত্রাসিরা ধানের শীষের এজেন্টদেরকে বের করে দিয়েছে। ভোট কেন্দ্রগুলো দখল করে নিয়েছে। শুধুমাত্র আওয়ামী কর্মীদের নৌকায় ভোট দেয়ানো হচ্ছে। সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না।’