ads
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম

প্রতারণা করে ১৫ লাখ টাকা আত্মসাৎ, আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে সিআইডি।

শনিবার দুপুর ২টায় আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই দিন দুপুর পৌনে ২টায় নোয়াখালী সিআইডির বিশেষ এসপি মো.বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে অভিযুক্ত তিন আসামিকে ডিএমপি যাত্রাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় তদন্তকারী অফিসার এসআই মো.আবু নোমান সিআইডি নোয়াখালীর নেতৃত্বে ঢাকার কদমতলী থানাধীন ব্যাংক কলোনি সংলগ্ন পাটেরবাগ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. জাহাঙ্গীর শেখ জাকির, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার দেবরাজ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে, সানোয়ার হোসেন সানু হাসান, টঙ্গি থানার পূর্ব দত্তপাড়া এলাকার শাহাব উদ্দিন ফকিরের ছেলে, মো. রুহুল আমিন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার কাটাদিয়া গ্রামের আবদুর রশিদ হাওলাদারের ছেলে। এসময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন, প্রতারণা করে আত্মসাৎকৃত ১ লাখ ১৫,৪৪২ টাকা উদ্ধার করা হয়।

প্রতারণার শিকার মামলার ব্যবসায়ী মো.ফারুক গত বছরের জুন মাসের বিভিন্ন তারিখে আসামিদেরকে নগদ ১০ লাখ টাকা প্রদান করে। এছাড়াও একই আসামিরা বাদীকে ফার্ণিচারের কাজ করাবে বলে বাদীর নিকট হতে বিভিন্ন বিকাশ নম্বরে ৫ লাখ ৩০ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে বাদী আসামি কর্তৃক প্রতারণার শিকার হয়েছে মর্মে বুঝতে পেরে আসামিদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করেন।

সংঘবদ্ধ চক্রটি প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ এর ঘটনার সঙ্গে জড়িত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102