ads
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

প্রতিটি খুনের বিচার হতে হবে : জামায়াত আমির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

জুলাই অভ্যুত্থানে সংঘটিত প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, খুনের ব্যাপারটাতে সরি বললে যায় না। প্রত্যেকটা খুনের বিচার হতে হবে। এটা ইনসাফের দাবি। আবু সাঈদরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল- উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায়বিচার চাই, বৈষম্য চাই না। ন্যায় বিচার দাবি হচ্ছে- প্রত্যেকটি খুনের বিচার হতে হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রংপুর নগরীর শহীদ আবু সাঈদ চত্বরে জামায়াতের মহানগর যুব বিভাগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ডা. শফিকুর রহমান বলেন, শহীদরা চেয়েছিলেন একটি পরিচ্ছন্ন সমাজ। যেখানে চুরি-চামারি, অপরাধ থাকবে না। চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন চলবে না। নতুন নতুন আর কোনো আয়নাঘর হবে না। তারা চেয়েছিল মানবিক ও সাম্যের বাংলাদেশ। আমাদের ৩৪ হাজার ভাইবোন ও সন্তান পঙ্গু হয়ে গেছে। ৫০২ জন গুলিবিদ্ধ হয়ে দুই চোখ হারিয়েছে, ৭০০ জনের অধিক এক চোখ নষ্ট অন্য চোখটি ঝুঁকির মধ্যে পড়েছে। আড়াইশোর বেশি মানুষের মেরুদণ্ডে গুলি লেগেছে, তারা এখন অবশ হয়ে ঘরে অথবা হাসপাতালের বিছানায়।

জামায়াতের আমির আরও বলেন, এই পরিবর্তনের পরে আমরা দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলাম তারা যেন শান্ত থাকে। ধৈর্য ধরে তারা যেন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করে। দগদগে ঘা, শহীদের লাশ, চতুর্দিকে রক্ত, হাসপাতালের মর্গগুলো লাশের স্তূপ এসময় দেশের মানুষ ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে। কোথাও কেউ জীবন, সম্পদ ও ইজ্জতের ওপর হাত দেয়নি। যারা ক্ষমতা থেকে চলে গিয়েছে তারা বলেছিল এই দল ক্ষমতা থেকে চলে গেলে দুই দিনে ৫ লাখ মানুষ হত্যা করা হবে। কিন্তু এতগুলো খুন কী হয়েছে তারা খুনি হতে পারে কিন্তু এ জাতি খুনি নয়। তারা চেয়েছিল লক্ষ লক্ষ মানুষকে খুন করে হলেও তাদের গদি টিকিয়ে রাখবে। যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে এরকম কু-সন্তান থেকে এ জাতিতে যেন আল্লাহ রক্ষা করে।

রাজনীতিবিদদের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াতের শীর্ষনেতা বলেন, শহীদের সম্মান দেখান। যারা আহত হয়েছেন তাদের ত্যাগের প্রতি সম্মান দেখান। মানুষের ওপর জুলুম, মামলা বাণিজ্য, সমাজবিরোধী কোনো কাজ করবেন না, চাঁদাবাজি ও দখলদারি করবেন না।

মহানগর তাজহাট থানা জামায়াতের আমির মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান, মহানগর আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, জেলা সেক্রেটারি এনামুল হক, মহানগর শিবির সভাপতি নুরুল হুদাসহ জামায়াত ও শিবির নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102