ads
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

প্রতি সিগারেটে ১০ টাকা শুল্ক আরোপের প্রস্তাব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১১৩ বার পঠিত

প্রতি শলাকা সিগারেটে ১০ টাকা করে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সেই সঙ্গে একটি বিড়িতে ৩ টাকা হারে একই শুল্ক আরোপের প্রস্তাব করেছে তারা।

এছাড়া প্রতি গ্রাম জর্দা এবং গুলের ওপর ৬ টাকা করে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছরে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ১ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার কথা বলেছে শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কটি।

একইসঙ্গে সিগারেটসহ অন্যান্য তামাকজাত পণ্যের ওপর মূল্য সংযোজন কর (মূসক/ ভ্যাট/) ১৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছে সিপিডি।

২০২২ সালে শেয়ারবাজারে নিবন্ধিত তামাকপণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলোর ওপর কার্যকর কর ১ শতাংশীয় পয়েন্ট কমেছে। পরিপ্রেক্ষিতে ২০২৩-২৪ অর্থবছরে তাদের করপোরেট কর ৪৫ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে অর্থনৈতিক গবেষণা সংস্থাটি।

তাছাড়া প্রতি মিলিলিটার কোমল পানীয় ও এনার্জি ড্রিংক্সে ১০ পয়সা করে আবগারি শুল্ক আরোপের কথা বলেছে সিপিডি। শিগগিরই এসব বাস্তবায়ন দেখতে চায় তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102