নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, উন্নত সমৃদ্ধি বাংলাদেশ গড়ার রুপকার, গনতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর সোমবার বাদ আসর শহরের শান্তি মোড়ে মৃধাপাড়া জামে মসজিদে জেলা যুবলীগের উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. সামিউল হক লিটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, শহর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সদর উপজেলা যুব লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, সহ-সম্পাদক ওমর ফারুক সুমন, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির, মিনহাজুল ইসলাম মিনহাজসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
দেশ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় দোয়া করা হয়।- কপোত নবী।