প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি পেলেন দুই ভাই বোন।
বৃহস্পতিবার (১৮মার্চ) বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
১৯৮৯ সালের ১০ জানুয়ারী তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় যাওয়ার পথে বোমা হামলায় মারা যান উত্তম বিশ্বাস নামে এক কিশোর। সেসময় শেখ হাসিনা নিহতের বাসায় গিয়ে তাদের পরিবারের পাশে দাড়ানোর ঘোষণা দেন।
তার অংশ হিসেবে উজ্জলের ভাই মনোজ বিশ্বাসকে কম্পিউটার অপারেটর ও বোন সুলেখা বিশ্বাসকে স্বাস্থ্য সহকারী হিসেবে করপোরেশনে নিয়োগ দেয়া হলো।