প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
সোমবার এক শোক বার্তায় স্পিকার মরহুমা রওশন আরা ওয়াহেদ রানীর রুহের মাগফেরাত কামনা করেছেন। একইসঙ্গে তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
উল্লেখ্য, সোমবার ভোর সাড়ে চারটার দিকে পীরগঞ্জের নিজ বাড়িতে ইন্তেকাল করেন রওশন আরা ওয়াহেদ রানী। তার স্বামী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ কানু মিয়া পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই।
অপর এক বিবৃতিতে আওয়ামী লীগ নেতা রওশন আরা ওয়াহেদ রানীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু।