ads
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

প্রাইভেটকারের ধাক্কায় কারখানার কেয়ারটেকার নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৮৬ বার পঠিত

রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় আনিসুর রহমান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জুরাইনে একটি কারখানার কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন।

রোববার (৩১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

আনিসুর রহমানের বাড়ি টাঙ্গাইল জেলায়। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম।

তিনি জানান, রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন আনিসুর রহমান। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে চিকিৎসক তাকে রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই মো. মনিরুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102