জয়পুরহাটের পাঁচবিবিতে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এথিকটাচ (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) পুলিশ তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতার যুবক পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকার সারোয়ার জাহাঙ্গীর সোহেলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি ওসি পলাশ চন্দ দেব।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর সঙ্গে এথিকটাচের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি ছেলের পরিবারকে জানালে তারা কর্ণপাত না করে উল্টো আপত্তিকর কথাবার্তা বলে। একপর্যায়ে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হলে অপহরণ করে নিয়ে যায় ওই যুবক।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ‘এ ঘটনায় সোমবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে থানায় অপহরণ মামলার করলে পুলিশ ওই যুবককে গ্রেফতার এবং ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।’