ads
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

‘প’ ব্লক যেন ছিটমহল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ২১ বার পঠিত

সবকিছু থেকেও যেন কিছুই নেই রাজধানীর পল্লীবী ২ নম্বর ওয়ার্ডের ‘প’ ব্লকের বাসিন্দাদের। ২০ হাজার মানুষের বসবাস হলেও বের হওয়ার নেই কোনো রাস্তা।
মিরপুর সিরামিকসের রাস্তা দিয়ে কোনমতে হেঁটে বের হতে পারলেও সে সুযোগ থাকে কিছু নির্ধারিত সময়ে। রোগশোক কিংবা জরুরি দরকারে গাড়ি ঢুকতে হলে নিতে হয় অনুমতি। সরকারকে সবধরনের কর দিলেও নেই নাগরিক সুবিধা।

একপাশে মিরপুর ডিওএইচএস। আরেক পাশে হাউজিং প্রকল্প। অন্যদিকে মিরপুর সিরামিকস এর দেয়াল। মাঝখানে প্রায় ২০ হাজার মানুষের যেন এক আটকে পড়া জনপদ।

যাওয়া-আসার জন্য নেই সিটি কর্পোরেশনের কোনো রাস্তা। আটকে পড়া বাসিন্দাদের তাই ব্যবহার করতে হয় মিরপুর সিরামিকসের নিজস্ব রাস্তাটি। মেনে চলতে হয় তাদের বেধে দেয়া নিয়ম।

বাসিন্দাদের দাবি, চলাচলের একমাত্র রাস্তাটি ২০১৫ সালে বন্ধ করে দেয়ায় অনেকটাই ছিটমহলে পরিণত হয়েছে এই এলাকাটি।

এছাড়া, নেই নাগরিক কোনো সুবিধা। প্রায় চারদশক ধরে বসবাস করলেও গ্যাস-পানির সংযোগ এখনো পৌঁছেনি সেখানে।

ওই ব্লকের বাসিন্দাদের চলাচলের সুবিধার জন্য একটি রাস্তার তৈরির চেষ্টা চলছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। ডিএনসিসি ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, নকশা না পাওয়ার কারণে এখনে কাজ করতে সমস্যা হচ্ছে। পূর্ব পাশের ‘হাউজিং’ এর কাজ শেষে হলে কোন পাশ দিয়ে রাস্তা হবে সেটা দেখা হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102