মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব কার্যালয়ে ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম ইমরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব স্বপন দাশ। ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজী বেলাল সাঈদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত স সভাপতি যথাক্রমে জনাব আব্দুর রাজ্বাক, উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মুস্তাহিদ সুজা, মানসা বাহিরদিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান রেজাউল করিম ফকির,মুলঘর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এডভোকেট হিটলার গোলদার, ফকিরহাট উপজেলার ৭২ টি ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা কর্মীবৃন্দ।
প্রধান অতিথি মহোদয় তার আলোচনায় বলেন প্রত্যেক নেতাকর্মীকে জাতির পিতার আত্মজীবনী পড়তে হবে, মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাস করে অসম্প্রদায়ীক বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।