ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবিরুল আলমকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১ টার দিকে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের তেলেবাড়ি ঘাট এলাকায়।
এলাকাবাসী জানায়, স্থানীয় ভাবে রাজনৈতিক প্রতিপক্ষের সাথে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবিরুল আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বেশ কয়েকবার হামলা ও মামলার ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে কবিরুল আলমকে সন্ত্রাসীরা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এ বিষয়টি নিয়ে কবিরুল আলম ও তার তিন সহযোগী মঙ্গলবার পুলিশ সুপারের সাথে দেখা করেন। এ সময় তিনি পুলিশ সুপারকে এলাকার সন্ত্রাসীদের বিষয়ে অবহিত করেন।
পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে তারা চরভদ্রাসনের উদ্দেশে রওয়ানা হন। পথে মধ্যে তেলেবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে আগে থেকে সেখানে থাকা সন্ত্রাসীরা রামদা, ছ্যান, চাইনিজ কুড়াল, হকষ্টিক নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা এসময় কবিরুল আলমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। একই সাথে তারা চরভদ্রাসন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন, মো. শাখাওয়াত হোসেন ও মোহাম্মদ আলীকে পিটিয়ে আহত করে।
স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে মারাত্মক আহত অবস্থায় কবিরুল আলমসহ অপর তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানান, কবিরুল আলমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর আঘাত রয়েছে। এছাড়া তার মাথায় আঘাতের চিহৃ রয়েছে।
এ বিষয়ে চরভদ্রাসন থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কবিরুল আলমের পরিবার। ব্যবসায়ী সমিতির সভাপতিকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার ঘটনায় চরভদ্রাসন ও হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।