ads
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

ফরিদপুরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ বিন্দু মাসি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫২ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে আলোচিত মাদক সম্রাজ্ঞী ১৭ মাদক মামলার আসামি রেবেকা বেগম ওরফে বিন্দু মাসিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

এর আগে রোববার দিনগত গভীর রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে পৌরসভার ছোলনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করে যৌথবাহিনী।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের মাদক সম্রাজ্ঞী রেবেকা বেগম ওরফে বিন্দু মাসি ও তার স্বামী আব্দুল কাইয়ুম মোল্যা বোয়ালমারীর মাদক সিন্ডিকেটের একটি অংশ নিয়ন্ত্রণ করে। দীর্ঘদিন ধরে পৌরসদরসহ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছেন তারা। বিন্দু মাসি ও তার স্বামীকে অর্ধশতাধিক বার মাদকসহ আটক করে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। এর মধ্যে একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রেবেকা ওরফে বিন্দু মাসি। তিনি জামিনে বাইরে এসে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পুনরায় মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে মাদকসহ ৩৪টি ও বিন্দু মাসির বিরুদ্ধে ১৭টি মাদক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) আল আমিন জানান, বিন্দু মাসির বিরুদ্ধে ১৭টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া বিন্দু মাসির স্বামী আব্দুল কাইয়ুম মোল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, মারামারি মামলাসহ বিভিন্ন থানায় প্রায় ৩৪টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত বিন্দু মাসিকে সোমবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102