ads
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফারিয়াকে মারধরের অভিযোগ, পাল্টা দিলেন সাবেক স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

বিবাহ বিচ্ছেদের এক বছরেরও বেশি সময় পরে সম্প্রতি অভিনেত্রী শবনম ফারিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে অভিযোগ করেন, তাকে শারীরিক ভাবে নির্যাতন করতেন তার সাবেক স্বামী হারুনুর রশীদ অপু। তিনি লেখেন, অপুর অত্যাচারে তার হাত ভেঙে গিয়েছিল। সেই ভাঙা হাত নিয়েই তিনি ‘দেবী’ ছবির প্রচার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। লোকজন জিজ্ঞেস করলে বলেছিলেন, সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছেন।

তবে সাবেক স্ত্রীর এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন হারুনুর রশীদ অপু। যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফারিয়া তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন, সেখানেই একটি স্ট্যাটাস দিয়ে অপু নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। পাশাপাশি মিথ্যা অভিযোগ করায় ফারিয়াকে একহাতও নিয়েছেন।

অপু লিখেছেন, ‘পারিবারিক নির্যাতনের বিষয়টি সত্য নয়। এটা নিছক একটি ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার পরিকল্পনা। আমি জানি না, কেন এত দিন পর কেউ এভাবে একটি অতিরঞ্জিত গল্প ছড়াচ্ছে।’

অন্য একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘প্রেম, বিয়ে কিংবা একটা সম্পর্কের মাঝে নানা চড়াই-উতরাই থাকে। আবেগ, রাগ, হাসি-কান্না, সুখ-দুঃখ মিলিয়েই এক একটা সম্পর্ক গড়ে ওঠে। আমার বিয়ে টেকেনি, এটা নিয়ে আমার সাবেক স্ত্রী অনেক বয়ান, স্ট্যাটাস, মতবাদ দিলেও এত দিন পর্যন্ত আমি কিছুই বলিনি, হয়তো আর বলবও না। ভেবেছি বোবার শত্রু নাই। কিন্তু যা দেখছি, চুপচাপ থেকে সম্মান দিয়ে গেলে অনেকে সেই সুযোগ নেয়।’

সম্পর্ক ভাঙার ক্ষেত্রে দুজনেরই দোষ থাকে বলে উল্লেখ করেছেন অপু। তিনি লিখেছেন, ‘অভিযোগ দুই দিকেই থাকে, আমরা কেউই সন্ন্যাসী না। দিনের পর দিন কারও আসমান সমান অভিযোগ থাকলে, আরেক দিকে পাহাড়সমান থাকারই কথা। অভিযোগকে পুঁজি করে নিজেকে সাধু সাজিয়ে ভিকটিম হিসেবে প্রকাশ করা অনেকের অভ্যাস হতে পারে। তবে এই পথে আমি এখনো যেতে পারিনি।’

ফারিয়াকে ইঙ্গিত করে অপু লিখেছেন, ‘নিজেকে ভিকটিমের মতো উপস্থাপন করে বিভ্রান্তিমূলক মতবাদ আসলেই দুঃখজনক। যখন একটা মানুষকে জনসাধারণ অনুসরণ করে, তার দিক থেকে একটাই কথা মাথায় রাখা উচিত, ক্ষমতার সঙ্গে দায়িত্ব চলে আসে। কেউ যদি সহজেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছতে পারে, তারও উচিত সাবলীল, সৃষ্টিশীল ও গঠনমূলক কথায় নিজের ইমেজকে বিকশিত করা।’

সাবেক স্ত্রীর উদ্দেশে অপু আরও লিখেছেন, ‘হয়তো তিনি (ফারিয়া) অশান্তিতে আছেন বলেই এখনকার মন্তব্যগুলো করছেন।’ তবে অপু শান্তিতে আছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক শান্তিতে আছি, আল্লাহ এখন পরিবার নিয়ে সুস্থ ও ভালো রেখেছেন। এখন শান্তির ঘুমও হয় রাতে। আল্লাহ সবাইকে নানা রকম বিপদ, কষ্ট, প্যারা, কেইস, অশান্তি ও অসংলগ্ন কথা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন।’

দেশে সম্প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলায় এলমা নামে একটি মেয়ে আত্মহত্যার পথ বেছে নেন। তাকে নিয়ে একটি স্ট্যাটাস দেন গায়িকা লোপা হোসাইন। গত বুধবার সেই স্ট্যাটাসটি ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে নিজের অভিজ্ঞতা জানান।

ফারিয়া লেখেন, ‘মৃত মেয়েটার ছবি দেখার পর বার বার আমি দেড়/দুই বছর পেছনে ফিরে যাচ্ছিলাম। মনে পড়ছে কীভাবে আমি ‘দেবী’ সিনেমার পুরো প্রোমোশন ভাঙ্গা হাত নিয়ে করেছি। যখন কেউ জানতে চেয়েছে কী হয়েছে, বলেছিলাম সিঁড়ি থেকে পড়ে ব্যাথা পেয়েছি! আমার সাহস ছিল না সবাইকে বলার যে কীভাবে ব্যাথা পেয়েছি!’

‘কারণ আমি জানতাম, এই মানুষটার সাথেই থাকতে হবে, নইলে মানুষ কী বলবে! আমার মা সমাজে মুখ দেখাবে কীভাবে! আমার দুই বোন যে স্বপ্ন নিয়ে এতো আয়োজনের প্ল্যান করছে তাদের কী জবাব দিবো! কাবিনের তিন মাস না যেতেই এতো কিছু! নিশ্চয়ই সমস্যা আমারই! আমি এইটা ভেবে দিনের পর দিন জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে, রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি! বার বার ভেবেছি, কিছু হলে সবাই আমাকেই খারাপ বলবে!’

‘কিন্তু আমি খুব সৌভাগ্যবান যে, আমার মা আমার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে! সাহস দিয়েছে! বুঝিয়েছে, মানুষ কী বলে তার চেয়ে নিজের ভালো থাকা আরও অনেক জরুরি! জোর করে বিয়ে টিকিয়ে রাখার চেয়ে বেঁচে থাকা আরও জরুরি!’

বুধবার এই পোস্ট দেওয়ার পর বৃহস্পতিবার আরও একটি পোস্ট করেন ফারিয়া। সেখানে তিনি দাবি করেন, কারও সম্মান নষ্ট করতে আগের দিনের পোস্টটি তিনি করেননি। বরং সমাজের দৃষ্টি দিয়ে একটা মেয়ের জীবনকে বর্ণনা করতে চেয়েছেন মাত্র। তিনি নিজে বিয়ের প্রতি যথেষ্ট বিশ্বাসী। চট করে বিয়ে ভাঙাতেও বিশ্বাসী নন। এবার ফারিয়ার এসব কথারই পাল্টা দিলেন তার সাবেক স্বামী।

কাজের সূত্রেই একটি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা হারুনুর রশিদ অপুর সঙ্গে আলাপ হয়েছিল শবনম ফারিয়ার। এরপর বন্ধুত্ব, প্রেম। ২০১৮ সালে আংটি বদল সারেন। ওই বছরই বিয়ে। তবে ভালোবাসার সেই সংসার টিকেছিল মাত্র এক বছর ৯ মাস। ২০২০ সালের ২৭ নভেম্বর অপু-ফারিয়ার পাকাপাকি বিচ্ছেদ হয়। পারস্পরিক সম্মতিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন ফারিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102