ফারিয়া শাহরিনের প্রেমিক দারুণ এক মামলাবাজ। গ্রামের যার-তার নামেই তিনি মামলা করেন। এমনকি একটা সময় প্রেমিকার বাবার নামেও তিনি মামলা করে বসেন। এমন প্রেমিক নিয়ে বিপাকে তিনি। ‘মামলাম্যান’ শিরোনামের একটি নাটকে এভাবে দেখা যাবে অভিনেত্রীকে। এতে তিনি জুটি বেঁধেছেন মীর সাব্বিরের সঙ্গে। এটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা।