কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলি রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জেলা বিএনপির সহ-সভাপতিও ছিলেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১ এপ্রিল) সকাল ৯.৫০ মিনিটে শহরের ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে লাভলি রহমানের বয়স হয়েছিল ৫৫ বছর।
লাভলি রহমান বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার মোসাদ্দেক হোসেন বাবলুর স্ত্রী৷ মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপি এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাতের জন্য বগুড়াবাসীর কাছে দোয়া চেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা৷