বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিব ইসলাম (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দীঘলকান্দি পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিব ইসলাম বগুড়া সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দীঘলকান্দি পার্কের সামনে মোটরসাইকেল এবং বালুবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই ভাই হাসিব ও মেহেদী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করে। শজিমেক হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।