বগুড়া শহর বিএনপির সম্মেলনে হামিদুল হক চৌধুরী হিরু সভাপতি ও মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোরশেদ মিটন ও সোলাইমান আলী নির্বাচিত হন। দীর্ঘ এক যুগ পর শনিবার (১২ মার্চ) রাতে শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ভোটগ্রহণ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তাদের নাম ঘোষণা করেন।
এরআগে বিকালে শুরু হয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। এসময় শহর বিএনপির আওতাধীন ১৮ ওয়ার্ডের এক হাজার ২৭৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। তবে সভাপতি পদে অন্য প্রার্থী না থাকায় হামিদুল হক চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করা হয়।
শহর বিএনপির আহবায়ক মশিউর রহমান শামিমের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া অনুষ্ঠানে বিএনপি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ও অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ও মোশারফ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ডা. সাখাওয়াত হাসান জীবন, শামা ওবায়েদ এবং বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা বক্তব্য রাখেন।