বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের একার নেতা নন, তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, শেখ মুজিব বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেসময় সাড়ে সাত কোটি বাঙালির অধিকার আদায়ের জন্য। তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ব্যর্থ হয়, তবে আগামীতে জাতীয় পার্টি দেশের অগ্রগতির জন্য এককভাবে রাজনীতি করে যাবে।’
জিএম কাদের বলেন,’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক। জাতির জনকের মৃত্যু দিবসকে জাতীয়ভাবে আমরা শোক দিবস হিসেবে পালন করবো। জনগণের জন্য রাজনীতি করবো। রাজনীতিতে তাঁকে আমরা উদাহরণ হিসেবে নিব। তাঁর কাছ থেকে আমরা শিক্ষা নিব এবং সেই ভাবে দেশের জন্য কাজ করে যাবো। দেশের জনগণের প্রত্যাশা পুরনে কাজ করে যাব।’