বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেছে বিএনপি।
বন্যার প্রাদুর্ভাব যতোদিন থাকবে ততোদিন ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি থাকবে বলে জানিয়েছেন নেতা কর্মীরা। এদিকে, কুড়িগ্রামে ক্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চে দাঁড়ানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বানভাসী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন দলটির কেন্দ্রীয় ত্রাণ বিতরণ কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এসময় বিভিন্ন এলাকায় ব্যক্তি পর্যায়ে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মিদের আহ্বান জানান বিএনপি নেতারা। বিভিন্ন এলাকায় বিএনপি ত্রাণ কার্যক্রম চালাতে চাইলেও সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কুদ্দুস তালুকদার।
গাইবান্ধায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।