ads
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম

বরিশালে নার্সকে মারধর, ট্যুরিস্ট পুলিশের ৩ সদস্য প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪৪ বার পঠিত

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) নার্সকে মারধরের ঘটনায় ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের পরিদর্শক বুলবুল আহমেদসহ তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অপর দুই সদস্য হলেন ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল মো. জাবেদ ও মো. মেহেদী।

বৃহস্পতিবার রাতে তাদের প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের পুলিশ সুপার রেজাউল করিম।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী নার্সকে মারধরের ঘটনায় প্রত্যাহারকৃত তিন জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে ওই তিন জনকে প্রত্যাহার করে ঢাকা পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার রাত ১১টায় পরিদর্শক বুলবুল আহমেদের নেতৃত্বে হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টারের দরজা ভেঙে এক নার্সের ওপর হামলা চালানো হয়। সেই সঙ্গে তাকে মারধর করা হয়। এ ঘটনার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে তিন ঘণ্টা হাসপাতালের পরিচালকের কক্ষের ভেতরে ও সামনে বিক্ষোভ করেন নার্সরা। পরবর্তী সময়ে পুলিশ কর্মকর্তারা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা পরিচালকের কক্ষ ত্যাগ করেন।

হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ব্যবস্থা না নিলে আমরা আইনের আশ্রয় নেবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102