বরিশালের গৌরনদী উপজেলায় অজ্ঞাত পানের ধাক্বায় ভ্যান উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভ্যানের যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭) ও ভ্যানচালক স্বপন খান (৬০)।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, অজ্ঞাত একটি পরিবহণ ইঞ্জিনচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে চালক ও যাত্রী মহাসড়কে ছিটকে পড়ে। এরপর খবর পেয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, ‘ঘাতক পরিবহণ শনাক্তের চেষ্টা চলছে।’