বরিশালের আগৈলঝাড়ায় রফিকুল ইসলাম রবু নামের এক ইয়াবা কারবারিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ এ রায় দেন। রায় দেয়ার সময় দণ্ডিত মাদক বিক্রেতা আদালতে উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম রবু আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আব্দুল খালেক ঘরামীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ২০১৮ সালের ৮ মে র্যাব-৮ এর একটি দল বরিশাল-ঢাকা মহাসড়কের বেজগাতী বাসস্ট্যাণ্ডের সুইচ হাসপাতালের সামনে অভিযান করে। এ সময় সেখান থেকে ৬৮৩ পিস ইয়াবাসহ রবুকে আটক করে। এ ঘটনায় র্যাবের ডিএডি লুৎফর রহমান বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করে।
একই বছরের ২৯ মে গৌরনদী মডেল থানার মো. মোশারেফ হোসেন একমাত্র রবুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আদালতের বিচারক চারজনের স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।