সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ডাম্পিং স্টেশন থেকে বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
শনিবার দুপুরে সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ডাম্পিং স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা জানান। মন্ত্রী আরও বলেন, আমিনবাজারে ওই স্থানে ময়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আরও সহজ হবে। পরিবেশ দূষণ রোধে এটি একটি নতুন মাইলফলক হবে। এজন্য ইতোমধ্যে একটি কোম্পানিকে অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় মন্ত্রীর সফরসঙ্গী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল জানান, এই স্টেশন থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করা হবে এবং এর থেকে প্রতিদিন ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে। এ প্রকল্পের জন্য নতুন করে ৮২ একর জমি অধিগ্রহনের প্রক্রিয়া চলছে।
এর আগে মন্ত্রী রাজধানীর গাবতলী এলাকায় একটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন। মন্ত্রীর সাথে এসময় চীফ বর্জ্য ব্যবস্থাপক কমোডর এম সাইদুর রহমান, প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল আমিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।