ads
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

বস্তা না খুলেই অভিনব কায়দার সরকারি চাল চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪ বার পঠিত

ভক্ষকের ভূমিকায় রক্ষক নিজেই, আর সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দীর্ঘদিন ধরে ঘটনাটি ঘটছে বরগুনার আমতলী খাদ্য গুদামে। তবে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পান। তদন্ত কমিটি করে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন তিনি।

সংরক্ষিত খাদ্য গুদামের মধ্যে বস্তা না খুলে অভিনব কৌশলে সরিয়ে নেয়া হচ্ছে চাল। প্রতিটি বস্তা থেকে ৪ থেকে ৫ কেজি চাল চুরি করছেন আমতলী গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা রবীন্দ্রনাথ ও তার কিছু শ্রমিক।

ভিডিও দেখে আসেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। এমন খবর পেয়ে চুরি করা বস্তায় শ্রমিকদের মাধ্যমে আবার চাল ঢুকানোর অপচেষ্টা চালান রবীন্দ্রনাথ।

রাতে খাদ্য অধিদপ্তরের মহা পরিচালক সরোয়ার হোসেন গুদামের চাল মাপলে বেরিয়ে আসে থলের বিড়াল, ৫০ কেজির বস্তায় চাল মেলে ৪৫ বা ৪৬ কেজি। এরপরই তদন্ত কমিটি ও সিলগালা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

গুদাম থেকেই চাল চুরি হওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা জনপ্রতিনিধিরা স্বস্তি প্রকাশ করেন।

বরগুনা আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান বলেন, ‘আশা করি সঠিক তদন্ত হবে।’

বরগুনার আমতলী খাদ্য গুদামে চাল চুরির এ ঘটনায় পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102