ads
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাকিদেরও ফাঁসি চান আবরারের মা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার মা পরিবার। তবে আসামি অমিত সাহাসহ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সবার ফাঁসি চান তিনি। এ জন্য উচ্চ আদালতে যাবেন বলে জানান তারা।

মামলার যাবজজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদেরও ফাঁসির আওতায় আনতে হবে তা না হলে আমরা তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।

বুধবার দুপুরে আবরার হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর কামরুজ্জামান। রায়ে ২৫ আসামির মধ্যে ২০ জনের মৃত্যুদণ্ড এবং বাকি ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে রায় ঘোষণার মুহূর্তে আবরারের মা ছিলেন কুষ্টিয়া শহরের পিটআিই রোডস্থ বাসায়। রায় শুনতে ১২টার দিকে তিনি টিভির রুমে প্রবেশ করেন। এসময় সাংবাদিকদের উপস্থিতি দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

তিনি বলেন, আজ ফাইয়াজের পরীক্ষা ছিল। কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করেনি। কিন্তু আবরার থাকলে ঠিকই ফাইয়াজের পরীক্ষার খবর নিত।

১২টা ১২মিনিট টিভির পর্দায় আবরারের রায় ঘোষণা দেখতে পেয়ে তিনি কান্না শুরু করেন। তিনি সাংবাদিকদের বলেন, আদালত যে রায় দিয়েছে তাতে আমি এবং আমার পরিবার সন্তুষ্ট। তবে বাকি ৫জনকে ফাঁসির আদেশ না দেয়ার বিষয়টি আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তিনি দ্রুত এই ফাঁসির রায় কার্যকরের পাশাপাশি বাকি পাঁচজনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডে অন্যতম আসামি অমিত সাহার ফাঁসির রায় আশা করেছিলাম। কেননা অমিতেরও সম্পৃক্ততা ছিল।

এসময় আবরারের ছোট ভাই ফাইয়াজ সাংববাদিকদের বলেন, আমরা রায়ে খুশি। তবে সকলের ফাঁসির আদেশ হলে আমরা আরও খুশি হতাম। ফাইয়াজ বলেন, আমরা বাকি পাঁচজনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। এসময় আবরারের চাচা, মামা, চাচি, মামি, খালতো ভাইসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102