ads
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

বাগেরহাটের প্রত্যন্ত গ্রামে নান্দনিক মসজিদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

বাগেরহাটের কচুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম পদ্মনগরে ব্যক্তি উদ্যোগে নির্মিত হয়েছে নান্দনিক ডিজাইনের মসজিদ কমপ্লেক্স। আধুনিক স্থাপত্যবিদ্যার সঙ্গে মুসলিম ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চোখ জুড়ানো সৌন্দর্য দেখে মুগ্ধ সবাই। পদ্মনগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলামের নিজস্ব অর্থায়নে মসজিদটি নির্মিত হয়েছে।

গত শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের নায়েবে আমির শাইখুল হাদীস মুফতি মনসুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মসজিদের উদ্বোধন করেন।

উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইজারা ও পদ্মনগর দুই গ্রামের প্রধান মসজিদ ছিল এটি। ২০১৮ সালে এই মসজিদের জমিদাতা সরদার বজলুর রহমানের ছেলে ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলাম এখানে আধুনিক মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। অর্ধশতাধিক শ্রমিকের তিন বছরের চেষ্টায় মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের সামনে ইসলামি পাঠাগার ও অজু খানা রয়েছে। মসজিদের অদূরে করা হয়েছে খাদেমুল ইসলাম পদ্মনগর মাদ্রাসা ও এতিমখানা। যেখানে হিফজ, কিরাত ও কওমি শিক্ষা চালু রয়েছে। বর্তমানে মাদ্রাসাটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী রয়েছে।

খাদেমুল ইসলাম পদ্মনগর মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মুফতি মাওলানা ইমরান হোসাইন বলেন, ‘এই মসজিদটি অনেক পুরোনো। আগের ভবনটি ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে। এখানে গরিব ও এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া এই মসজিদকে কেন্দ্র করে ইসলামি শিক্ষা ও সংস্কৃতি চর্চার উদ্যোগ নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬
  • ১২:১৬
  • ১৬:১৯
  • ১৮:০০
  • ১৯:১৪
  • ৬:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102