বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গাংনী গ্রামের হিরণ মাস্টারের বাড়ির উঠান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, নাইম খাঁনকে কুপিয়ে দুর্বৃত্তরা গাংনী গ্রামের হিরণ মাস্টারের বাড়ির উঠানে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী ও তার স্বজনরা। নাইমকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাইম গাংনী গ্রামের আবুল খাঁনের ছেলে। সে উপজেলা সমাজসেবা অফিসে অফিস সহায়ক পদে চাকরি করতেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নাইমের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।