মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: গতকাল ২৩ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ” কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় সমলয়ে চাষাবাদ” পরির্দশন এবং ” গোপালগঞ্জ, খুলনা,বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প”এর বঙ্গবন্ধু ধান ( ব্রিধান ১০০) জাত প্রদর্শনীর ক্রপকাটিং এ অংশগ্রহণ করেন ডিএই’র পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর সন্মানিত পরিচালক জনাব দীলিপ কুমার অধিকারী, এ সময় খুলনা অঞ্চলের সন্মানিত অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল , খুলনা জনাব মোঃ ফজলুল হক, উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট জনাব মোহাম্মদ আজিজুর রহমান
গোপালগঞ্জ, খুলনা,বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প”এর প্রকল্প পরিচালক জনাব আলমগীর বিশ্বাস
জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট জনাব মোঃ মোতাহার হোসেন উপস্থিত ছিলেন এ সময়ে আর ও উপস্থিত ছিলেন GKBSP প্রকল্পের DPD, UAO রামপাল, SAPPO, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষক/কৃষাণীগণ।