ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না বলে সাফ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (২১ মে) রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলনে কেন্দ্রে সারাদেশের জিপি ও পিপিদের নিয়ে এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী এ কথা জানান।
এ সময় আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু misuse ও abuse হয়েছে। আর তাই ভবিষ্যতে কোন সাংবাদিকসহ যাদের বিরুদ্ধে মামলা হবে সেখানে গ্রেপ্তার বা সমন দেয়ার ক্ষেত্রে আদালত যাতে ভূমিকার রাখেন সেজন্য পিপিদের নজরদারি করতে বলেন।
মতবিনিময় সভায় উঠে আসে মামলা জট না কমাতে পারার হতাশা। এ সময় চট্টগ্রামে পাবলিক প্রসিকিউটর অভিযোগ করেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় কোকেন মামলা শেষ না করতে তাকে হুমকি দেয়া হচ্ছে।
সব অভিযোগের জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, সারা বিশ্বেই মামলাজট একটি সমস্যা। আর দেশে সবচেয়ে বড় সমস্যা মাদক মামলা। অনুষ্ঠানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে পিপিদের দিক নির্দেশনা দেন আইনমন্ত্রী।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু অপব্যবহার হয়েছে স্বীকার করে আইনমন্ত্রী বলেন, এটি বাকস্বাধীনতা হরণকারী আইন নয়।