বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ভাগ্নেরঝিরি এলাকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, একটি তাজা গুলি ও অস্ত্র তৈরির ব্যারেল উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শাহ্ আব্দুল আজিজ আহাম্মদ।
তিনি জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্নেরঝিরি এলাকার গহীন জঙ্গল থেকে ব্যবহৃত চারটি এসবিবিএল, একটি দেশীয় এক নলা বন্দুক, দুইটি অস্ত্র তৈরির ব্যারেল, একটি কার্তুজ ও পাঁচটি কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযান টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।