ঢাকা-৫ আসনের সদ্যপ্রয়াত চারবারের সদস্য হাবিবুর রহমান মোল্লার আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার বড় ছেলে ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।
বৃহস্পতিবার প্রয়াত এমপির স্ত্রী রেজিয়া বেগম রাজধানীর মাতুয়াইল কবরস্থানে হাবিবুর রহমান মোল্লার কবর জিয়ারত শেষে বড় ছেলে মশিউর রহমান মোল্লা সজলের পক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত এমপির মেঝ ছেলে বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল ও প্রয়াত এমপির ছোট ভাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল।
এর আগে মাতুয়াইল কবরস্থানের পাশের মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মশিউর রহমান মোল্লা সজলসহ ঢাকা-৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগী-ভাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা।