বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। মায়ের মুখের দিকে চেয়ে প্রথম প্রথম হেলেন আন্টিকে মেনে নিতে কষ্ট হয়েছিল বলে জানিয়েছেন এ নায়ক। রোববার (২১ নভেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
অভিনেতা তিন দশক আগে ফিল্মফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বাবা যখন দ্বিতীয় বিয়ে করেন, তখন আমার বয়স মাত্র ১০। আমি দেখতাম বাবার অপেক্ষায় বসে রয়েছেন মা। মায়ের এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারিনি। আমি প্রথম থেকেই মা ঘনিষ্ঠ। আমরা একসঙ্গেই থাকতাম। আমার জীবনের সবচেয়ে বড় উপহার মা। তাই বাবা যখন দ্বিতীয় বিয়ে করেন, তখন মা-কে আমি অখুশি দেখতে পারতাম না।’
সালমান বলেন, বাবা সেলিম খান ১৯৮১ সালে দ্বিতীয়বার বিয়ে করেন হেলেনকে। তখন সেলিম খানের প্রথম পক্ষের স্ত্রী সালমা এবং ৪ সন্তান। এই অবস্থায় এই সিদ্ধান্ত মেনে নিতে সমস্যা হয়েছিল তার পরিবারের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সালমা অর্থাৎ সেলিম খানের প্রথম স্ত্রী বিষয়টি মেনে নিয়েছিলেন। এরপর মায়ের পথই অনুসরণ করেছিলেন সন্তানরা।
নায়ক আরও জানিয়েছিলেন, বাবা একদিন আমাদের বুঝিয়েছিলেন, তিনি এখনও ভালোবাসেন আমাদের। এরপর থেকে বিষয়টি মেনে নিতে শুরু করেন মা। তখন আমার বয়স ১০ বছর, এ কারণে প্রথম প্রথম হেলেন আন্টিকে মেনে নিতে অসুবিধা হয়েছিল। তবে এখন তিনি আমাদের পরিবারের সদস্য। বিপদের বিশ্বস্ত বন্ধু। আমরা এখন একটাই পরিবার। প্রয়োজনে সবাই সবার জন্য ছুটে যাই।