মেসিকে পেলে গার্দিওলার সাথেও চুক্তি বাড়াতে চায় ম্যানসিটি।
বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের নির্দেশে ক্লাবের প্রি-সিজন ট্রেনিংয়ে যোগ দিচ্ছেন মেসি, কদিন আগে এমন কথা শোনা গেলেও এখন ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, ক্লাবটার মেডিকেল টেস্টেই দিচ্ছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।
সে কারণে দলের সাথে আপাতত অনুশীলন শুরুরও কোনো সম্ভাবনা নেই মেসির। প্রাক-মৌসুম ক্যাম্প শুরুর আগে মেডিকেল টেস্টের জন্য বেশ ক’জন বার্সা খেলোয়াড় রিপোর্ট করলেও এখনো কাতালান ক্লাবটার প্রথম স্কোয়াডের বেশিরভাগই সাড়া দেননি কোনো। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভরাডুবির পর ক্লাবেই আসছেন না বেশিরভাগ ফুটবলার।
অন্যদিকে মেসির পরের ঠিকানা হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটির পরিকল্পনা, বার্সা তারকাকে দলে টানতে পারলে বর্তমান কোচ পেপ গার্দিওলার সাথে আরো তিন বছরের চুক্তিতে আসবে তারা।