ads
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বালু লুটে বাঁধা দেয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পঠিত

ময়মনসিংহের হালুয়াঘাটে বালু লুটে বাঁধা দেয়ায় আব্দুল কাদির (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত তিনজনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বদেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ তার লোকজন নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় বলে অভিযোগ নিহতের স্বজনদের।
এদিকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সীমান্তবর্তী সাধুর বাজার এলাকা থেকে ইউপি চেয়ারম্যান ইরাদ ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, হালুয়াঘাটের কংশ নদী খননের বালু রাখার জন্য উপজেলার গাজীপুর গ্রামের প্রায় ৭ একর জমি ভাড়ায় নিয়েছেন স্থানীয় মামুন মিয়া ও তার লোকজন। বুধবার সকালে স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ লোকজন নিয়ে জোর করে ভেকু ও ট্রাক নিয়ে আসে বালু লুট করে নিয়ে যাওয়ার জন্য। জমির মলিকগণ বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ ও তার লোকজন জমির মালিক আব্দুল কাদির, বোন জামাই শরাফ উদ্দিন, পুত্র দোলন ও ফরিদকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে আব্দুল কাদির মারা যায়।
হত্যাকাণ্ডে জড়িত ইউপি চেয়ারম্যান ও তার লোকজনের ফাঁসির দাবী করেছেন এলাকাবাসী।

আহত শরাফ উদ্দিন জানান, চেয়ারম্যান ইরাদ নিজে তার মাথায় বাড়ি দিয়েছে এবং কাদিরকে কুপিয়ে হত্যা করেছে।

তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ইরাদ সাংবাদিকদের জানান, এতে তার সম্পৃক্ততা নেই। তিনি এ বিষয়ে কিছু জানেন না।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত জানান, নিহত আব্দুল কাদিরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা আশংকামুক্ত আছে।

হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান জানান, কংশ নদী খননের পর উত্তোলন করা বালু নিয়ে বিরোধের জেরে চেয়ারম্যানের লোকজনের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সীমান্তবর্তী সাধুর বাজার এলাকা থেকে চেয়ারম্যান ইরাদ ও তার দুই সহযোগীকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102