চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য হরুনুর রশীদের বাড়ির দেয়ালে ‘জয় বাংলা’ লেখার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুন্সি নজরুল ইসলাম সুজন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিএনপি ওই নেতার বাড়ির দেয়ালে জয় বাংলা লেখার পর তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সুজন। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে সুজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি রইস উদ্দিন বলেন, ‘মুন্সি নজরুল ইসলামের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’