ads
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম

বিদেশি মুদ্রা ও সোনাসহ বেবিচকের নিরাপত্তাকর্মী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা। এ সময় তার কাছ থেকে এক হাজার ২৫০ রিয়াল (সৌদি মুদ্রা), বিভিন্ন স্বর্ণালংকার ও তিনটি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

শনিবার রাত ১টা ২০ মিনিটে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. ওহিদুর। তার বাড়ি গোপালগঞ্জ জেলার নিজড়া গ্রামে।

বেবিচক সূত্র জানায়, গ্রিন চ্যানেলে ওহিদুরের সন্দেহজনক আচরণ দেখে এনএসআই সদস্যরা তার প্রবেশের কারণ জানতে চান। এ সময় তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। এরপর তার দেহ তল্লাশি করে সোনা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওহিদুর জানান, সৌদিয়া এয়ারলাইন্সের রিয়াদ-ঢাকা ফ্লাইটে থাকা আলামিন নামের এক যাত্রী তাকে এসব স্বর্ণালংকার হস্তান্তর করেন। তিনি এগুলো বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ লিটন নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে এক হাজার ২৫০ সৌদি রিয়াল প্রাপ্তির কথা স্বীকার করেন। এরপর তাকে থানায় সোপর্দ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102