বিনা কর্তনে সেন্সর পেলো জাকিয়া বারী মম অভিনীত মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত চলচ্চিত্র ‘আগামীকাল’। গত ৩রা জুন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃক কোনো রকম কর্তন বা পরিবর্তন ছাড়াই সনদপত্র প্রাপ্ত হয়েছে।
মম ছাড়াও অঞ্জন আইচ রচিত ও পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ইমন, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, আশিষ খন্দকার, সাবেরী আলম, তারিক স্বপন ও টুটুল চৌধুরী। সদ্য প্রয়াত অভিনয়শিল্পী এস এম মহসিন এই চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। জানা গেছে, খুব শিগগিরই চলচ্চিত্রটি দেশ ও দেশের বাইরে একযোগে মুক্তি পাচ্ছে।